রংপুর নগরীতে মাইক্রো বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষক সুলতান উদ্দিন (৬৪) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর বেনু বন্দর এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেলযোগে পাগলাপীর যাচ্ছিলেন। এসময় রংপুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসের চালককে খোঁজা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম