বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে জখম করা সেই কিশোরীকে(১৪) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই কিশোরীর মা তাকে খুলনার উদ্দেশে নিয়ে যান।
টানা ৬ দিনের চিকিৎসায় মেয়েটির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় তাকে খুলনায় রেফার্ড করা হয় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামার হোসেন মুফতি জানিয়েছেন। ধারাল অস্ত্রের আঘাতে ওই কিশোরীর ডান হাতের ৩টি আঙ্গুল কেটেছে। হাটুর নীচে গভীর ক্ষত হয়েছে। সে ডান হাত ও ডান পা সোজা করতে পারছে না।প্রসঙ্গত, গত (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জিউধরা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ৮ম শ্রেণির ওই কিশোরী ছাত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় একই এলাকার রহমান মৃধার ছেলে বাচ্চু মৃধা।
ঘটনার পরদির (১০ ফেব্রুয়ারি) শুক্রবার থানায় মামলা দায়ের হয়েছে। মামলার একমাত্র আসামি ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি বাচ্চু মৃধাকে(৪৫) এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/নাজমুল