ময়মনসিংহের ভালুকায় মাটি ধসে জয় আহম্মেদ (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার কাঠালী রোর ফ্যাশনের ভেতর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে নিহতের লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জয় আহম্মেদ দুই বছর ধরে পৌরসভার কাঠালী গ্রামের রোর ফ্যাশন নামের একটি কারখানায় নির্মাণ সেকশনে চাকরি করে আসছিলেন। রবিবার ওই কারখানার পশ্চিম অংশে মাটি কাটার পর নির্মাণ শ্রমিক জয় ও প্রদীপ নামে দুই শ্রমিক সিমানা প্রাচীরের জন্য বেইজের কাজ করছিলেন। এ সময় পাশের মাটি ধসে তাদের উপর পড়ে। এ সময় প্রদীপ লাফ দিয়ে চলে আসলেও জয় মাটির নিচে পড়ে যান। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গেয়ে মাটির নিচ থেকে জয়ের লাশটি উদ্ধার করে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
জয়ের বড় ভাই সায়েম জানান, তার ছোট ভাই জয় গত দুই বছর আগে এই ফ্যাক্টরিতে চাকরি নেন। তার স্ত্রী ও একটি শিশু কন্যা সন্তান রয়েছে। ফ্যাক্টরি কর্তৃপক্ষের গাফলতির কারণে এমনকি কোনো রকম সুরক্ষা ছাড়াই তার ভাইকে কাজে লাগানোর কারণে সে মাটি চাপা পড়ে মারা গেছে। ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
ফ্যাক্টরির পরিচালক শামীম খান ঘটনার সত্যতা স্বীকার করে সংবাদ মাধ্যমকে জানান, নিহত জয় এই এলাকারই ছেলে। তিনি ফ্যাক্টরির সীমানাপ্রাচীর নির্মাণকালে দুর্ঘটনায় মারা গেছেন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে জয় নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানার উপ পরিদর্শক এসআই নজরুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল