চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় মো. মজনু মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মজনু মিয়া হচ্ছেন, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৩ নভেম্বর রাত দেড়টার দিকে ৫৯ বিজিবি’র চকপাড়া বিওপি’র একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মজনু মিয়ার বাড়তে অভিযান চালায়। এসময় তার শয়ন কক্ষের খাটের নীচ থেকে ব্যাগে থাকা ৬টি পিস্তল, ৪টি ম্যাগজিন, ১৮ রাউন্ড গুলি ও ১টি রাম দা উদ্ধারসহ তাকে তাকে আটক করা হয়। এ ঘটনায় নায়েক সুবেদার মাসুদ হোসেন বাদি হয়ে একমাত্র মজনু মিয়াকে আসামী করে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান অধিক তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ সোমবার দুপুরে আদালতের বিচারক মজনু মিয়াকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন।বিডি প্রতিদিন/এএম