২০ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:২১

বরগুনায় বিজয়ী নারী ফুটবলারদের বাইসাইকেল উপহার

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বিজয়ী নারী ফুটবলারদের বাইসাইকেল উপহার

বরগুনা সদর উপজেলা নারী ফুটবলাররা বিভাগীয় পর্যায়ে বিজয়ী হওয়ায় তাদেরকে বাইসাইকেল উপহার দিয়েছে  সামাজিক সংগঠন স্যাপ বাংলাদেশ। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় বরগুনা উপজেলা পরিষদ মিলনায়তনে সাউথ এশিয়ান পার্টনারশিপ বাংলাদেশ (স্যাপ) উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাইকেল প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।   

সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও  উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. কাওছার হোসেন, স্যাপ বাংলাদেশের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেনসহ সাবেক ফুটবলার ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ ও স্যাপ বাংলাদেশের প্রতিনিধিগণ।

বরগুনা সদর উপজেলা নারী ফুটবল দল বিভাগীয় পর্যায়ে বিজয়ী হওয়ায় ১৯ জনকে বাইসাইকেল উপহার দেওয়া হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর