ময়মনসিংহের ফুলপুরে মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
এরপর এ উপলক্ষে ভোর সাড়ে ৬ টায় প্রভাতফেরি, সকাল ৭ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, কুরআনখানি, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের সঞ্চালনায় ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, ফুলপুর পৌরসভা, ফুলপুর থানা, ফুলপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, উপজেলা শিল্পকলা একাডেমি, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর প্রেসক্লাব, সাবরেজিস্ট্রার অফিস, ফুলপুর সরকারি কলেজ, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও এক্স সোলজার ওয়েল ফেয়ার অ্যসোসিয়েশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুলের ডালা দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, মেয়র শশধর সেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান -২ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মুকুল, ফুলপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী শিখা রাণী সরকার বিউটি, ফুলপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল