২১ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:১৮

গাছ কাটা নিয়ে দুই প্রতিবেশীর মারামারি, আহত ১০

নেত্রকোনা প্রতিনিধি

গাছ কাটা নিয়ে দুই প্রতিবেশীর মারামারি, আহত ১০

নেত্রকোনার আটপাড়ায় বাড়ির সীমানার গাছ কাটা নিয়ে দুই প্রতিবেশীর মারামারিতে আবুচাঁন নামে একজন মুক্তিযোদ্ধাসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা আটপাড়া ও নেত্রকোনা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ভোরে উপজেলার লুনেস্বর ইউনিয়নের দৌলতপুর এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার শেখ আবেদ আলী জানান, তিনি ফজরের নামাজ পড়ে ফসলি জমিতে কাজে যান। এরপর খবর আসে মাইজপাড়া আবুচাঁন ও রেজাক মিয়া নামে দুই প্রতিবেশীর মধ্যে মারামারি হয়েছে। তিনি গিয়ে কাউকেই পাননি। দুই পরিবারের দুজন নারী জানান উভয়পক্ষের চার থেকে পাঁচজন করে আহত হয়েছেন। উভয়পক্ষই অভিযোগ করেছেন পাল্টাপাল্টি।

তিনি আরও জানান, এই দুই বাড়ি মিজান নামে এক মালিকের। এ নিয়ে বছর খানেক আগেও একবার মারামারি হয়েছিল। আবুচাঁনের ছেলেরা অটো চালায়। সীমানায় খুঁটি দিলে তাদের চলাচল বন্ধ থাকে। পরে আমি গিয়ে নিজে খুঁটি তুলে দরবার ডেকে সবাইকে নিয়ে বসেছিলাম। তখন জমির মালিক মিজান বলেছিলেন দুই মাসের মধ্যে এওয়াজ বদল দলিল করে দেবেন। কিন্তু এখন পর্যন্ত দেয়নি। ফলে দুই পক্ষেরই বিরোধ রয়ে গেছে। দুজনের কাছেই দুজনের জায়গা থাকার অভিযোগ রয়েছে।

লুনেস্বর ইউপি চেয়ারম্যান শাহজাহান কবীর জানান, আমাকে কেউ কিছু জানায়নি। আমি এ বিষয়টি জানি না।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষের ১০ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার ওই বাড়ির গাছ কেটেছিল আবুচাঁনের ছেলেরা। এ নিয়ে মালিক রেজাকের পক্ষের লোকজন আসলে দুই পক্ষই মঙ্গলবার ভোরে মারামারি করে। তাদের রোগীরা আটপাড়া নেত্রকোনা মিলিয়ে রয়েছে। আমরা উভয়পক্ষের মামলা নিচ্ছি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর