ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া এলাকা থেকে শাওন মোল্লা (১৬) নামের এক কিশোর ও বোয়ালমারীর জয়নগর এলাকা থেকে কুদ্দুস বিশ্বাস (৪৮) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম থেকে শাওন মোল্লা (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। শাওন ঘোনাপাড়া গ্রামের আতিয়ার মোল্লার ছেলে।
আতিয়ার মোল্লা জানান, রাতে বসতঘরে শাওন ঘুমিয়েছিল। শুক্রবার সকালে শাওনের রুমে প্রবেশ করে সে দেখতে পান শাওন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। তিনি বলেন, কি কারণে তার ছেলে আত্মহত্যা করেছে তা তারা জানতে পারেনি। তবে শাওনের সাথে বাবা-মায়ের কোন ঝগড়া কিংবা মনোমালিন্যের ঘটনা ঘটেনি।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তে জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এদিকে, শুক্রবার সকালে উপজেলার জয়নগর এলাকার মাঠের মধ্যে থাকা মেহগনি বাগানের একটি গাছ থেকে কৃদ্দুস বিশ্বাসের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত কৃষক ওই গ্রামের বাদশা বিশ্বাসের ছেলে। কৃষক কুদ্দুস বিশ্বাস দু’টি বিয়ে করেছিলেন। তার দুই পক্ষের তিন ছেলে এক মেয়ে রয়েছে।
স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এর আগেও একাধিকবার সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তবে এটি হত্যা না-কি আত্মহত্যা তা পুলিশ তদন্ত করে দেখছে।
জয়নগর পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল