রংপুরের পীরগঞ্জ উপজেলায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মমিনুল ইসলাম নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পীরগঞ্জের বড়দরগা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল মমিনুল ইসলাম বড়দরগা হাইওয়ে থানার কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনা জেলায়।
বরদরগা হাইওয়ে থানার ওসি সোলায়মান শেখ জানান, সকালে বগুড়া থেকে একটি বনভোজনের বাস রংপুরের উদ্দেশে যাচ্ছিল ( নং ঢাকা মেট্রো জ-১১-২৯৪১)। উক্ত বাস মমিনুল ইসলামকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকনিকের বাসটিকে আটক করা হয়েছে। বাসটির চালক পলাতক রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল