নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে মো. অহিদুল হক (যুগান্তর) সভাপতি ও মো. আব্দুল মান্নান (ইত্তেফাক) সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। শুক্রবার বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে নির্বাচন শেষে নির্বাচন কমিশনার ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. ফাইজুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী (মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন (দৈনিক কালবেলা), কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মন্ডল (দেশ রুপান্তর), দপ্তর সম্পাদক সোহেল রানা (ভোরের ডাক), প্রচার সম্পাদক ফারুক হোসেন আপন (বাংলাদেশের খবর), সাহিত্য সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (আমার সংবাদ), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়া দিগন্ত), শিক্ষা সম্পাদক আজহার হোসেন (জনদেশ), তথ্য প্রযুক্তি সম্পাদক রাশেদুল ইসলাম রুবেল (আলোকিত বাংলাদেশ), স্বাস্থ্য সম্পাদক আব্দুল আউয়াল কবিরাজ (খবর পত্র), পরিবেশ সম্পাদক একাব্বর আলী (চলনবিল প্রবাহ), সমাজসেবা সম্পাদক আব্দুল মজিদ কাজী (নাটোর কণ্ঠ), সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম (আলোকিত সকাল), ধর্ম সম্পাদক নিজাম উদ্দিন (সংগ্রাম), ক্রীড়া সম্পাদক নুর আলম (উত্তরবঙ্গ বার্তা) এবং কার্য নির্বাহী সদস শাওন ভূঁইয়া (গণতদন্ত) ও রাকিবুল ইসলাম (রুপবাণী)।
বিডি প্রতিদিন/হিমেল