লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ জাতীয়তাবাদী ফোরামের প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। এক বছর মেয়াদী নতুন এই কমিটির সভাপতি হলেন আহম্মদ ফেরদৌস মানিক ও সম্পাদক হাসান আল মাহমুদ।
আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহ-সম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলম নির্বাচিত হন। অন্য সকল পদে বিএনপি-জামায়াত সমর্থিতরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ভোটগ্রহণ চলে। সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়ে রাত ১২টার দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ৩৪৩ জন ভোটারের মধ্যে ৩৩৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা আইনজীবী সমিতির কর্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির। তিনি বলেন, জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে আহম্মদ ফেরদৌস মানিক বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে জাতীয়তাবাদী ফোরামের হাছান মাহমুদ সম্পাদক পদে জয়ী হন।
নির্বাচিত কমিটির সহ-সভাপতি হলেন- মো. শামসুদ্দিন (বিএনপি) ও জহুর আহম্মদ চৌধুরী (এলডিপি), অডিটর কামরুল হাসান রনি (স্বতন্ত্র), পাঠাগার বিষয়ক সম্পাদক মু. মাহির আসহাব (জামায়াত), সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন (বিএনপি)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন- আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া ও সাইফ উদ্দিন খোকন।
বিডি প্রতিদিন/হিমেল