চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে আওয়ামী লীগ ও সমমনা সমর্থিত সম্মিলিত ঐক্য পরিষদের প্রার্থীরা জয় লাভ করেছেন।
অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত ঐক্য প্যানেলের প্রার্থীরা ২টি সম্পাদকীয় ও ২টি সদস্যসহ ৪টি পদে জয় পয়েছে।
বৃহস্পতিবার সারাদিন ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহা. নাজমুল আজম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. একরামুল হক পিন্টু নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত ঐক্য প্যানেলের প্রার্থীরা ২টি সম্পাদকীয় ও ২টি সদস্য পদসহ ৪টি পদে জয়ী হয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল