গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাতি হাইস্কুল মাঠের জনসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সেখানে পৌঁছান।
এদিকে, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জনসভাস্থল। সমাবেশে যোগ দিতে চারিদিক থেকে স্রোতের মতো ছুটে এসেছে মানুষ।
নারী-পুরুষ, তরুণ-তরুণী কেউই ঘরে নেই। যেন হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির আওয়াজে পিঁপড়ার মতো ছুটে এসে জনসভাস্থলে জড়ো হয়েছেন সবাই। কেননা, এই মাঠেই তাদের ভোটে নির্বাচিত এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন। তাকে এক নজর দেখতে ও তার বক্তব্য শুনতেই এই জনস্রোত।
বিডি প্রতিদিন/কালাম