নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক মেম্বার স্বপন মিয়ার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বাঁশগাড়ি ইউনিয়নের বটতলী কান্দি গ্রামের জোরবিল্লার ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্বপন মিয়া বাঁশগাড়ি ইউনিয়নের বটতলী কান্দি গ্রামের হাজী সিরাজ মিয়ার ছেলে। তিনি বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। তিনি সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঁশগাড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যাতে উভয়েরই সর্মথকের মৃত্যুসহ অনেকে গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে স্বপন মেম্বার বাড়ি থেকে মাছ ধরার জন্য বের হন। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরেননি। সকালে বটতলী কান্দি গ্রামের জোরবিল্লার ঘাটে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের যে কোনও সময়ে তাকে হত্যা করে ফেলে রেখে যায়।
বাঁশগাড়ি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মীর মাহবুব বলেন, সকালে স্বপন মেম্বারের লাশ জুরবিলা ঘাট থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে তার মুখ ও কাধেঁ বড় ধরনের ক্ষত রয়েছে। এগুলো গুলি ক্ষত হতে পারে। লাশ রায়পুরা থানায় পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/কালাম