রাঙামাটিতে এক ব্যবসায়ীর ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. ইজাজুল হক রাব্বি (২৮)। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের বনরূপা ফরেস্ট কলোনী কবরস্থান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ওই এলাকার প্রহরী মো. আমির হোসেন (৪০)।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
প্রত্যক্ষদর্শী ও বনরূপা আইসিআর মার্কেটের প্রহরী মো. আমির হোসেন জানায়, রাঙামাটি শহরের বনরূপার জুতা ব্যবসায়ী মো. মোজ্জামেল হকের ছোট ছেলে মো. ইজাজুল হক রাব্বি দোকানে ঘুমিয়ে ছিল। ভোর ৪টার দিকে এক যুবক তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায়। বনরূপা ফরেস্ট কলোনী কবরস্থান সড়কে দুইজনের মধ্যে কথার এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় অপরিচিত ছেলেটি রাব্বিকে একটি ধারালো ছুরি বের করে কোপাতে থাকে। ঘটনা দেখে তিনি রাব্বিকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ছুকাঘাত করে পালিয়ে যায় সে।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা (ওসি) মো. আরিফুর আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সম্পর্কে পুলিশের তদন্ত অব্যাহত আছে। আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন