“স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নাসের বেগ এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে মাগুরা সরকারি বালক বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাণী প্রদর্শনীর আয়োজন করা হয় ।
সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতাল ও সদর উপজেলা প্রাণিসম্পদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মশিউদৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাদিউজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো: রেজাউল ইসলাম ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রাণী দত্ত প্রমুখ। দিনব্যাপী এ প্রাণী প্রদর্শনীতে ৩২টি স্টল অংশ নিয়েছে। এ স্টলে উপজেলার বিভিন্ন খামারীরা দেশি-বিদেশি প্রাণী গরু, ছাগল, লোটন কবুতর, বাজরিঘা পাখি, খরগোশ, কিং কবুতর, ভেড়া, অস্ট্রেলিয়ান গাভী, ঘুঘু ও তোতাপুরি ছাগল প্রদর্শিত হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ