বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার বেলা ১১টায় শহরের উত্তর তেমুহনী মুজিব চত্বরে এ শান্তি সমাবেশ করা হয়েছে।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের এমপি একে এম শাহজাহান কামাল এমপি, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এসময় অন্যান্যের মধ্যে আরও ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল হুদা পাটোয়ারী, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, হুমায়ুন কবির পাটোয়ারী, সাইফুল হাসান পলাশ ও ইসমাইল হোসেন চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামায়াত জোট বেঁধেছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন রাজ পথে থেকে তাদের সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই