২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:৩৬

‘আওয়ামী লীগ সরকারের কারণে দেশে দুর্ভিক্ষ চলছে’

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

‘আওয়ামী লীগ সরকারের কারণে দেশে দুর্ভিক্ষ চলছে’

রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা

আওয়ামী লীগ সরকারের কারণে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান শামীম। তিনি বলেন, সরকারের এমপি ও মন্ত্রীদের দুর্নীতির কারণে দেশ এখন অর্থ শূন্য। লাগামহীন বাজার সাধারণ মানুষের গলার ফাঁসে পরিণত হয়েছে। তবুও আওয়ামী লীগ সরকার নীরব ভূমিকা পালন করছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফার দাবিতে আয়োজিত পদযাত্রায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান শামীম এসব কথা বলেন।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।

মাহাবুবুর রহমান শামীম আরও বলেন, ক্ষমতায় থেকে ভোট চুরি করা আর যাবে না। সরকার পতনে ডাক দিয়েছে সাধারণ মানুষ। মানুষ আর দুর্নীতির কাছে জিম্মি থাকবে না। নিরপেক্ষ নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। তাই ক্ষমতায় থেকেও যাতে আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে না পারে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এর আগে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয় থেকে নিত্যপণ্যে ঊর্ধ্বমুখীর প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফার দাবিতে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের বনরূপাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর