নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে দেশব্যাপী বিএনপি ঘোষিত পদযাত্রার কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। পরে তা শহর প্রদক্ষিণ শেষে বয়েজ স্কুল মাঠে এসে শেষ হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ, সদর উপজেলা সভাপতি অ্যাডভেঅকেট মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী পৌর বিএনপির সভাপতি মুরাদ আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই