বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন ছেড়ে বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।
শনিবার সকালে নাটোর জেলা বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে এ পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই বছরই আওয়ামী লীগের শেষ বছর উল্লেখ করে দুলু বলেন, পতনের সময় কাছে আসায় সরকার দিশেহারা হয়ে গেছে। বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। জেল-জুলুম দিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করছে।
জেলা বিএনপির সদস্য সজিব রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন। পরে দুলুর নেতৃত্বে বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিশাল পদযাত্রায় অংশ নেন।
পদযাত্রাটি নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় গেটের সামনে গেলে পুলিশের বাধার কারণে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে সকাল পৌনে আটটার দিকে ১৫-২০টি মোটরসাইকেলের একটি বহর এসে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনের মহাসড়ক দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে দফায় দফায় ঘোরাঘুরি করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাটোর থানার ওসি নাছিম আহমেদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।
বিডি প্রতিদিন/এমআই