২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৪০

ভোলায় বিএনপির পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি

ভোলায় বিএনপির পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ভোলায় শান্তিপূর্ণভাবে বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে এসময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংক্ষক সদস্য মোতায়ন ছিল। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১০ দফা দাবিতে আজ শনিবার বেলা ১২ টায় ভোলা জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের করে। পদযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডের বরিশালের দালান এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে সংক্ষিপ্ত  প্রতিবাদ সমাবেশ করে তারা।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব মো. রাইসুল আলম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি শহিদুল্যাহ তালুকদার প্রমূখ। পরে শান্তিপূর্ণ সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে যায়।

অপর দিকে সকাল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিতে থাকে। বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে বাংলা স্কুল এলাকা থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে সদর রোডে অবসর সেন্টারের সামনে শান্তি সমাবেশ করেছে। 

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমূখ।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর