২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:২৮

ফরিদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ও অস্থিরতা তৈরির প্রতিবাদে ফরিদপুরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার বিকেল ৫টায় শহরের আলীপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সিনিয়র সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, সহ সভাপতি কে এম সেলিম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়, শহর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোঃ নাছির, মহিলা লীগের আহবায়ক মাহমুদা বেগম, যুব মহিলা লীগের সভাপতি রুখসানা আহমেদ মেহেবী।
সভাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার ও প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিব।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর