পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখতে হবে। দেশ প্রেম নিয়ে এগিয়ে গেলেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারবে শিক্ষার্থীরা।
শনিবার সকালে বরিশাল জিলা স্কুলের ১৬৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষাদান এবং শিক্ষাগ্রহণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীর সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কেবলই জ্ঞান লাভ করে না। শিক্ষকের উপদেশ ও পরামর্শ মেনে চললে আলোকিত মানুষ হওয়া সম্ভব। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এবাদুল ইসলাম ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল