রাজবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে আয়োজনে সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় বিশেষ অতিথি হিসাবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা খামারিরা অংশগ্রহণ করেন। এবার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৫০টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে দেশি-বিদেশি গরু, ছাগল, কবুতর, ভেড়া, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শিত হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম