সারাদেশে বিএনপি-জাময়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের পাচুর মোড়ে জিরো পয়েন্টে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি সোলায়মান আলী, গোলাম হক্কানি, নৃপেন্দনাথ মন্ডল, জাহেদুল আলম বেনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.ই.এম মাসুদ রেজা, জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা আকতার চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত