১০ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী র্কমসূচির অংশ হিসাবে নোয়াখালীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে এই পদযাত্রা বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।
পদযাত্রায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো. শাহজাহান। এছাড়া জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, ভিপি জসিম, ওমর ফারুক টপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা কৃষকদলের সভাপতি ভিপি পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল