বগুড়ায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। শনিবার বিকালে সাড়ে চারটার দিকে শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাবর আলী সরকার বাবু। তিনি শিবগঞ্জের নাগরকান্দি এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) শামসুল হক।
তিনি জানান, বিকাল সাড়ে চারটার দিকে চন্ডিহারা থেকে অটোভ্যানে মহাস্থান যাচ্ছিলেন বাবু। এমন সময় ভ্যান ইউট্রান করতে গিয়ে রংপুর থেকে বগুড়াগামী বিআরটিসি বাস ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান। তিনি আরও জানান, মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন।
বিডি প্রতিদিন/এএম