চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য ভুয়া এনজিও ‘পদ্মা সমাজ উন্নয়ন সংস্থা’র মূল হোতাসহ ৪ জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর গ্রামের মৃত নেস মোহাম্মদ বিশ্বাসের ছেলে এনজিও’র ও পরিচালক মো. হাসানুজ্জামান জেন্টু (৪০), শিবগঞ্জ উপজেলার চরকানছিড়া ডাক্তার পাড়ার মো. আয়নাল হকের ছেলে এনজিও’র মাঠকর্মী মো. শহিদুল ইসলাম (২৮), নামোজগন্নাথপুর দোকাঠা গ্রামের মৃত আলহাজ আব্দুস সাত্তারের ছেলে মো. সাইরন কেথা (৪৫) ও নামোজগন্নাথপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. বদিউর রহমান (২৭)।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সদস্যরা শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর দোভাগী বাজার এলাকা থেকে তাদের আটক করে। এসময় ৫টি ভুয়া পাশ বই, ৯টি লোন রেজিষ্টার, ৪টি মোবাইল ফোন ও ৬টি সীমকার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল