২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:১৮

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় গাড়িচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে দাউদকান্দি উপজেলার মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ‍

সূত্র জানায়, অজ্ঞাতনামা গাড়িচাপায় জোসনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত জোসনা দাউদকান্দি উপজেলার স্থানীয় গৌরীপুর সাবরেজিস্ট্রার অফিসে কেরানি পদে কর্মরত ছিলেন। তিনি সকালে তার নিজ বাড়ি জেলার মুরাদনগর উপজেলার সুসন্ধা গ্রাম থেকে দাউদকান্দি তার কর্মস্থলে আসার পথে গাড়িচাপায় মৃত্যুবরণ করেন।

নিহত নারী ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর