খুলনায় চিকিৎসকের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বিএমএ খুলনা। মঙ্গলবার খুলনা বিএমএ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
তিনি বলেন, হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত খুলনা জেলার সকল চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি নগরীর শেখপাড়ায় অবস্থিত হক নার্সিং হোমে অপারেশন চলাকালীন রোগীর স্বজনরা ডা. শেখ নিশাত আব্দুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ডা. বাহার বলেন, প্রায় এক মাস পূর্বে অপারেশন করা রোগীর জটিলতার অজুহাতে তাকে লাঞ্ছিত করা হয়।আগামী ১২ ঘণ্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় না আনা হলে জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। শুধুমাত্র মানবিক কারণে জরুরি বিভাগ খোলা থাকবে। এছাড়া বুধবার সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ।
বিডি প্রতিদিন/এমআই