২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৫২

ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

ভাঙ্গা প্রতিনিধি :

ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মাতুব্বরকে (৩৬) হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী)  রাত সাতটার দিকে ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারের কাছে এ ঘটনা ঘটে। কিবরিয়া মাতুব্বর ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিবিরকান্দা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে।

ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, আগামী ৪ মার্চ ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ। এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর উপস্থিত থাকার কথা। এ উপলক্ষে ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা ছিলো। সভা শেষে অটো গাড়িতে করে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতা কিবরিয়া মাতুব্বরের উপর এ হামলার ঘটনা ঘটে। 

কিবরিয়া মাতুব্বর জানান, মিটিং শেষে ফেরার পথে ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারের নিকট পৌঁছালে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘারুয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফিরুজুর রহমান নিরু খলিফার নেতৃত্বে আমার উপর হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে আমাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী উদ্ধার করে আমাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, কিবরিয়া মাতুব্বরের একটি হাত ভেঙে গিয়েছে। শরীরের বিভিন্ন স্থানে থেতলে গিয়েছে। সোমবার রাতেই তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে। 

অভিযোগের ব্যাপারে ফিরুজুর রহমান নিরু খলিফা বলেন, আমি এ হামলার সাথে জড়িত নই।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, হামলার ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। তবে হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর