১ মার্চ, ২০২৩ ১৬:৪১

ফুলপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

ময়মনসিংহের ফুলপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। 

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৫০টি স্টল বসে। 

স্টলগুলোতে গরু, ছাগল, ঘোড়া, মুরগি, কবুতর ও বিড়ালসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি ও ভার্মি কমপোস্ট সার প্রদর্শন করা হয়। 

এছাড়া গরুর দুধের তৈরি বিভিন্ন মিষ্টি, দই ইত্যাদি খাবারও প্রদর্শনীতে স্থান পায়। এতে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রেজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুল হাসান, ভেটেরিনারি সার্জন প্রিয়াঙ্কা রানী পোদ্দার, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁঞা, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর