১ মার্চ, ২০২৩ ২০:০৫

বিশ্বনাথ সরকারি কলেজে শিক্ষক অপসারণের দাবি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথ সরকারি কলেজে শিক্ষক অপসারণের
দাবি

বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক, নানা অভিযোগে অভিযুক্ত শংকু রাণী সরকারের অপসারণের দাবিতে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। ৭২ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের আল্টিমেটাম দিয়েছেন তারা। দাবি আদায়ে ঘোষণা এসেছে পরীক্ষাসহ পাঠদান বর্জনের। আজ দুপুরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিবাদ সভা থেকে এ কর্মসূচি দেওয়া হয়। ২৬ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের ‘জীবনবৃত্তান্ত সংগ্রহ কর্মসূচি’ অনুষ্ঠানে গাড়ি পার্কিং নিয়ে শিক্ষার্থীদের সাথে তার (শংকু রাণী) মারমুখি আচরণকে কেন্দ্র করে এ কর্মসূচি দেন শিক্ষার্থীরা। ঘটনার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে কলেজে।

বিশ্বনাথ সরকারি কলেজের ডিগ্রি ফাইনাল বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম রুকনের সভাপতিত্বে ও এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলেজের সাবেক শিক্ষার্থী মকদ্দছ আলী, আব্দুল আজিজ সুমন, সিরাজুল ইসলাম সিরাজ, রফিক আলী, শাহ বোরহান আহমদ রুবেল, ডিগ্রি ফাইনাল বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান, ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী মামুনুল হক প্রমুখ।

প্রতিবাদ সভায় বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। 
সভায় বক্তারা বলেন, প্রতারণার মাধ্যমে সর্বক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত শংকু রাণী। ইতিপূর্বে তিনি ‘সিলেট জেলা আইনজীবী সমিতি তাকে ভুয়া আইনজীবী হিসেবেও চিহ্নিত করে। তিনি নিজেকে কখনও সাংবাদিক, কখনও বা মানবাধিকার কর্মী বলেও পরিচয় দেন। তথাকথিত এই প্রভাষকের অশালীন আচরণে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। বিব্রত স্থানীয় প্রশাসনও।    

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর