৩ মার্চ, ২০২৩ ২০:১৪

বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন আটক

দিনাজপুর প্রতিনিধি

বিরামপুরে পুলিশের বিশেষ 
অভিযানে ১৭ জন আটক

দিনাজপুরের বিরামপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১৭ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শুক্রবার ভোরের দিকে আটক আসামিদের বিরামপুর উপজেলার ভগবতিপুর, ইসলামপাড়া, কাটলা, মির্জাপুর খয়েরবাড়ি এলাকা হতে গ্রেফতারি পরোয়ানা মূলে ৪ জন, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ১ জন এবং অর্থের বিনিময়ে জুয়া খেলায় ১২ জনসহ মোট ১৭ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন এনজিআর মামলায় আটক বিরামপুর উপজেলার ভগবতিপুরের মৃত ছমির উদ্দিনের ছেলে ইসলাম আলী (৫০), ইসলাম আলীর ছেলে আকতারূল ইসলাম (২৫), মোঃ ইসলাম আলীর স্ত্রী মোছাঃ কমেলা বিবি(৪০), মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি ইসলাম পাড়ার মৃত শাহাদ আলীর ছেলে মোঃ শামীম (৪৬), জিআর মামলার আসামি কাটলা ধানহাটির মোড় এলাকার মকবুলের ছেলে মোঃ শাহিনুর (২০)। 

এছাড়াও জুয়া আইনে রুজুকৃত মামলায় আটকরা হলেন বিরামপুর উপজেলার জোতমাধব এলাকার মমতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৩৪), একই এলাকার মাজহার আলীর ছেলে মো. মিলন (৩৪), তাহেরের ছেলে জহুরুল ইসলাম (২৮), মোজাহারের ছেলে নাজমুল (৫০), খয়েরবাড়ি এলাকার চানমিয়ার ছেলে মোস্তফা (৪২), সাইদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫), আবদুল মজিদের ছেলে সানোয়ার হোসেন (৩১), আলেফ মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৫), শাহজাদপুর এলাকার আ. খালেকের ছেলে জাহিদ হাসান (২৮), নঈমুদ্দিনের ছেলে শুটকু (৬০), বেড়াখায় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আ. লতিফ (৪০) ও পূর্ব জগন্নাথপুর এলাকার ইবরাহিমের ছেলে ভোলা (৪০)।

বিরামপুরে জুয়ার আসর থেকে ১২ জুয়াড়িসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর