৩ মার্চ, ২০২৩ ২০:২৪

মোংলায় ঘের মালিকের আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি

মোংলায় ঘের মালিকের আত্মহত্যা

প্রতীকী ছবি

বাগেরহাটের মোংলা উপজেলার দত্তেরমেঠ এলাকায় নিজ বাড়ির গাছ থেকে ঝুলন্ত অবস্থায় গোপাল মুখার্জি নামে এক চিংড়ি খামারির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা গাছে লাশ ঝুলতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালে পাঠিয়েছে। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ গ্রামের বাসিন্দা সুধীর মুখার্জির ছোট ছেলে চিংড়ি ঘের মালিক গোপাল মুখার্জি (৪০) বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায়র দিকে টাটিবুনিয়ার স্কুলের সামনের দোকানে চা ও সিগারেট খান। এরপর বাড়িতে ফিরে রাতের যে কোন এক সময়ে ঘরের পশ্চিম পাশের মেহগুনী গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার ভোর ৬টার দিকে পরিবারের লোকজন গাছে লাশ ঝুলতে দেখে ডাক চিৎকার শুরু করেন। গাছ থেকে দ্রুত লাশটি নামিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আগেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে পাঠিয়ে দেয়। 

সুধীর মুখার্জির ৪ সন্তানের মধ্যে সবার ছোট ও অবিবাহিত ছিলেন গোপাল মুখার্জি। পেশায় ছিলেন চিংড়ি ঘের মালিক। গোপালের এই আত্মহত্যা কোনো কারণই খুঁজে পাচ্ছেন না পরিবার ও এলাকার লোকজন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর