চাঁদপুর জেলা থেকে আগত ৯৩ জন নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবির আইন অনুষদ একে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। তারা সবাই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, যারা পড়াশোনা শেষ করেছেন, তাদের প্রতি পরামর্শ থাকবে-আপনারা কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে হলে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছেন, এর মানে পড়াশোনা শেষ নয়। পড়াশোনা এখন শুরু হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাহফুজ আলম অনিক। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনটির পৃষ্ঠপোষক আনম শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারক। অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির পৃষ্ঠপোষক কাজী আবদুস সোবহান, লায়ন মো. মুনীর হোসেন ও প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ইকরাম আনসার তুহিন। অনলাইনে যুক্ত হন চাঁদপুর পৌরসভার মেয়র ও সংগঠনটির পৃষ্ঠপোষক মো. জিল্লুর রহমান জুয়েল। এছাড়া সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।‘পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ’ স্লোগানে ২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। চাঁদপুরের শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক ও নেতৃত্বগুণ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।
বিডি প্রতিদিন/এমআই