৬ মার্চ, ২০২৩ ২১:২৫

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষায় গুরুত্ব দিতে হবে: আমু

ঝালকাঠি প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষায় গুরুত্ব দিতে হবে: আমু

ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। গ্রামপর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। বর্তমান জাতিকে এগিয়ে নিতে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। তাই আওয়ামী লীগ সরকার আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে এই সরকারের আমলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। 

শিক্ষার্থীদের উদ্দেশে আমির হোসেন আমু বলেন, খেলাধুলা শরীরের পাশাপাশি মন প্রফুল্ল রাখে। স্মার্ট বাংলাদেশ গড়তে জাতীকে শিক্ষিত করতে হবে। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখে। এজন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। 

মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও গাবখান-ধানসিঁড়ি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবুুল কালাম মাসুমের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত হোসেন তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর