নোয়াখালী সদর উপজেলায় ১০নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট পুনর্গণনার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলমের আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান পদে ভোট পুনর্গণনার আদেশ দেন বিজ্ঞ আদালত। সোমবার দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল ও সদর সিনিয়র সহকারী জজ জেরিন সুলতানা দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাদের কারচুপির অভিযোগ এনে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম বাদী হয়ে গোলাম হোসেন বাবলুকে বিবাদী করে নির্বাচনী ট্রাইব্যুনাল ও সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন এবং ভোট পুনর্গণনার দাবি জানান। বাদী এজাহারে আরও অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদেরকে ভোট পুনর্গণনার জন্য আবেদন করলেও তারা তরিঘরি করে কেন্দ্র ত্যাগ করেন এবং ১নং বিবাদীকে বিজয়ী ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সদর সিনিয়র সহকারী জজ আদালতের পেশকার মো. হানিফ নিশ্চিত করে বলেন, ভোট পুনর্গণনার জন্য আদেশ দিয়েছেন আদালত এবং নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খালেদ নাসরুল্লাহ আব্বাসী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোট পুনর্গণনার জন্য আদালত আদেশ দিয়েছেন। বিবাদী পক্ষের আইনজীবী মো. সোহাগ সত্যতা স্বীকার করে বলেন, আদালত পুনর্গণনার আবেদন মঞ্জুর করেছেন। তবে আমরা এর বিরুদ্ধে আপিল করবো।
বিডি প্রতিদিন/হিমেল