মোমবাতি প্রজ্জ্বলন, শ্রদ্ধাঞ্জলী নিবেদন, প্রতিবাদী সঙ্গীত ও আলোচনা সভার মধ্য দিয়ে সোমবার যশোরে স্মরণ করা হলো উদীচী হত্যাকাণ্ডের দুই যুগপূর্তী।
১৯৯৯ সালের ৬ মার্চ মধ্যরাতে যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণে নিহত হন ১০ সাংস্কৃতিক কর্মী। আহত হন শতাধিক মানুষ। বহু মানুষ সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যান।
সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে ওই হামলায় নিহতদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে উদীচী যশোরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে একই স্থানে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘দুই যুগেও হয় না বিচার, এই লজ্জা ও অপমান কার?’ - প্রতিপাদ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উদীচী যশোর জেলা শাখার সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসভাপতি জামশেদ আনোয়ার তপন, ইকরামুল কবীর পিল্টু, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলুসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন