ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মো. আকতারুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী চেয়ারম্যানপ্রার্থী আকতারুজ্জামান বুধবার দুপুরে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, হুমকির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে আকতারুজ্জামান জানান, আগামী ১৬ মার্চ আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার সকাল ১১ টার দিকে ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ এলাকার পাটপাশায় প্রচারণা চালানোর সময় নৌকা প্রতীকের প্রার্থীর ৯-১০ জন সমর্থক তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে না গেলে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে তারা ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। যে কোনো সময় তারা আমার বড় ধরনের ক্ষতি করতে পারে।’
চেয়ারম্যানপ্রার্থী আকতারুজ্জামান অভিযোগ করে বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা বিভিন্ন স্থানে আমার কর্মীদের উত্তেজিত করার চেষ্টা করছে। আমি আমার কর্মীদের বলে দিয়েছি, কারও উসকানিতে পা না দিতে। আমি চাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক ডাবলুর মোবাইল ফোনে কল দেওয়া হলে তাকে পাওয়া যায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল