ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে, মহিলা বিষয়ক কর্মকর্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পরভীন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, চিকিৎসক দেবাশিষ কাপুরিয়া, গণমাধ্যমকর্মী আবদুস সবুর কাজল প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা রেফায়েত উল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, উপ-পরির্দশক মো. মোরশেদ আলম, সাংবাদিক আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন নারী প্রশিক্ষণার্থী। বক্তারা ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ স্লোগান সামনে রেখে তাদের মতামত ব্যক্ত করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল