নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।
সকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে একটি র্যালি বের হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে। পরে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বেই আলোচনা সভায় বক্তৃতা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এতে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, প্যানেল মেয়র এস এম মহসীন আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহজা বেগম এনি ও জাতীয় মহিলা সংস্থার চেযারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি প্রমুখ।
সভায় প্রতিমন্ত্রী এবং জেলা প্রশাসক জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাগণের সাথে মতবিনিময় করেন এবং সমাজে নারী-পুরুষের সমতাবিধানে আরো কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন। র্যালির শুরুতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং সংরক্ষিত সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে দিবেসের সূচনা করেছেন।
বিডি প্রতিদিন/এএম