রাজশাহীতে বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার জাল প্রশ্নপত্র ও প্রবেশপত্র তৈরি করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে বিভিন্ন পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, জীবন বৃত্তান্ত, নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার হয়। গ্রেফতার নয়ন ইসলাম (২৫) রাজশাহীর বাগমারা থানার অচিনঘাট এলাকার আজগর হোসেন মন্ডলের ছেলে। নয়ন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থাকেন।
বুধবার দুপুরে আরএমপি সদর দফতরে সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক জানান, নয়নকে ধরতে আগেও অভিযান চালানো হয়েছিল। কিন্তু সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ২৬ ফেব্রুয়ারি দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে বিশেষ চিঠি পাঠায় পুলিশ, যাতে সে পালিয়ে যেতে না পারে। কিন্তু নয়ন তার আগেই ভারতে পালিয়ে যায়। গত ৬ মার্চ নয়ন ইসলাম যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বেনাপোল ইমিগেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। বিষয়টি তারা নগর পুলিশকে জানায়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার নয়ন জানায়, সে ও তার সহযোগী পলাতক আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সনেট এবং আরও অজ্ঞাতনামা ৩-৪ জন সহযোগী পরস্পর যোগসাজসে বিভিন্ন কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন চাকরিপ্রার্থী ও বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রার্থীদের সঙ্গে মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপস (হোয়াটস অ্যাপস, ভাইবার, টেলিগ্রাম) এর মাধ্যমে যোগাযোগ করে তাদের চাকরি দেওয়ার কথা বলে এবং বিভিন্ন মেডিকেল কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়ার আশ্বাস দিয়ে ডিজাটাল ডিভাইস ব্যবহার করে বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
বিডি প্রতিদিন/এএ