গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নব-নির্বাচিত কমিটিকে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশন ওমর আলী মোল্লা, নির্বাচন কমিশন-১ সেলিম রেজা ও নির্বাচন কমিশন-২ হাসিবুর রহমান নিয়াজ।
বুধবার শহরের কুয়াডাঙ্গায় গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বুলবুল ইসলাম, সহ-সভাপতি মো. জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. কাজী সাঈদ, সহ-সাধারণ সম্পাদক কাবুল খান, সাংগঠনিক সম্পাদক হাজী কাবিল মিয়া, কোষাধ্যক্ষ নাজির শেখ, দপ্তর সম্পাদক মো. মাছুদ কাজী, প্রচার সম্পাদক মো. সাইফুর রহমান নান্টু শেখ, সড়ক সম্পাদক মো. পলাশ শেখ, বাবুল মোল্লা, লাভলু মোল্লা, মহিত শেখ, কার্যকরী সদস্য মো. আরিফুল ইসলাম জনি, সুলতান মোল্লা, আজিজ শেখ, রাসেল শেখ, আশিকুল ইসলাম হাসিবসহ সকল সদস্য শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় শ্রমিকগণ। উল্লেখ্য, গত শনিবার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়
বিডিপ্রতিদিন/কবিরুল