চুয়াডাঙ্গার দামুড়হুদার একটি ভুট্টাক্ষেত থেকে এক ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আশরাফ সর্দার (৪৫) সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের বাসিন্দা ছিলেন। ৬ মার্চ রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে দামুড়হুদার ইব্রাহিমপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে তার মহদেহ পাওয়া যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে ইজিবাইকচালক আশরাফ সর্দার ৬ মার্চ রাত থেকে তার ইজিবাইকসহ নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বুধবার দুপুরে মাঠে কাজ করা কিছু মানুষ ভুট্টাক্ষেতের মধ্যে লাশ দেখে পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ সনাক্ত করেছে। লাশের হাত-পা বাঁধা থাকার পাশাপাশি নিহত ব্যক্তির মুখের মধ্যে কাপড় গুজে দেওয়া হয়েছে। লাশের নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে মনে হচ্ছে। সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে লাশ দেখার পর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
কারা কেন হত্যা করেছে তা এখনই বলা সম্ভব নয়। তার ইজিবাইকটির খোঁজ এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইজিবাইক হাতিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে, ঘটনার সাথে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।বিডি প্রতিদিন/এএম