দিনাজপুরে রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। মেলায় অংশগ্রহণকারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এছাড়াও মেলায় প্রতিদিন থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ৬০টি স্টল রয়েছে এবং আগামী ১৩ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। এদিকে বিভিন্ন নারী-পুরুষের ভিড়ে মেলা জমে উঠেছে।
মঙ্গলবার বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আয়োজনে ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তত্ত্বাবধানে ৭ দিনব্যাপী রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয সংসদের হুইপ ইকবালুর রহিম।
এসএমই ফাউন্ডেশনের ব্যাবস্থনা পরিচালক ড. মফিজুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, এসএমই ফাউন্ডেশন পরিচালক পর্ষদের সদস্য মির্জা নুরুল গণী শোভন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ