কক্সবাজারের টেকনাফে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমাপনী বক্তব্যে বলেন, বিশ্বে নারীরা সমান অধিকার থেকে বঞ্চিত এবং নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা পরিহার করতে হবে।
বিডি প্রতিদিন/এএম