মাগুরা সদরের আবালপুর আইডিয়াল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের নতুন ভবন উদ্বোধন, নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অধ্যক্ষ বশীর আহম্মেদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান ড. সাজ্জাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা সেহেল পারভেজ দ্বীপ, জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর ইসলাম বিপু, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।
আলোচনা শেষে নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কালাম