‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা অধিদফতরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম