‘‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুুরের বোয়ালমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালি বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোশারেফ হোসাইন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম. এম মোশাররফ হোসেন।বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, পল্লী উন্নয়ন কর্তকর্তা তাপস শাখারী, আনছার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ, ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেহেদী হাসান মৃধা প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মাঠে এক অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন